চার দিনে ৪৮ ইসরায়েলি সেনা হত্যা : ৩৫ সামরিক যান ধ্বংসের দাবি হামাসের
প্রবাহ রিপোর্ট ঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধে চার দিনে ৪৮ ইসরায়েলি সৈন্য হত্যা ও ৩৫ সামরিক যান ধ্বংসের দাবি করেছে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা রবিবার এক বিবৃতিতে এই দাবি করেন। তিনি বলেন, আমাদের যোদ্ধারা নিশ্চিত করেছে যে চার দিনে ৪৮ ইহুদিবাদী সৈন্য নিহত হয়েছে। বিভিন্ন মাত্রার হামলায় আহত হয়েছে আরও কয়েক ডজন। এই চার দিনে ২৪ সামরিক মিশন পরিচালনা করা হয়েছে, এতে ৩৫ সামরিক যান ধ্বংস হয়েছে। দখলদার ইহুদিবাদী বাহিনীকে ক্ষেপণাস্ত্র এবং দুর্গ-বিরোধী যন্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। আবু উবায়দা আরও বলেন, ইসরায়েলের ইয়াহালোম বিশেষ বাহিনীকে দুটি টানেলে বুবি-ফাঁদে ফেলেছে প্রতিরোধ যোদ্ধারা। সেই সঙ্গে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সামরিক যান ও সৈন্যদের বিরুদ্ধে ল্যান্ডমাইন মোতায়েন করেছে। এছাড়াও শত্রু বাহিনীর বিরুদ্ধে ছয়টি স্নাইপার অপারেশন পরিচালনা করা হয়েছে। গাজা উপত্যকার সমস্ত ফ্রন্টে মর্টার শেল এবং স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর ‘হেডকোয়ার্টার, কমান্ড রুম এবং কেন্দ্রীকরণ পয়েন্টে বোমা ফেলেছে’ বলেও দাবি করেছে হামাসের এই মুখপাত্র। আবু উবায়দা বলেন, প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত অঞ্চলের তেল আবিব শহরের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্রের ব্যারেজও বর্ষণ করেছে। আল-কাসাম ব্রিগেড গাজার উত্তরাঞ্চলের কিছু এলাকায় শত্রু বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের সংঘর্ষের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। সূত্র: প্রেসটিভি।