জাতীয় সংবাদ

হত্যার ১৬ দিন পর দুই যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

প্রবাহ রিপোর্ট : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফর গুলিতে নিহতের ১৬ দিন পর দুই যুবকের লাশ ফেরত দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের লাশ ফেরত দেয় বিএসএফ। স্থানীয় ইউপি মেম্বার আবদুর রহমান জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সাজেদুর রহমান ওরফে সাইদুল ও একই এলাকার খাজা মঈনুদ্দিনসহ কয়েকজন গরু আনতে ভারতে যান। রাতে তারা ভারতের নদীয়া জেলার গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের মুখোমুখি হয়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে সাইদুল ও খাজা মইনুদ্দিন নিহত হন। পরে বিএসএফ লাশ কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে যায়। পরে দুই দেশের মধ্যে পত্র চালাচালি করে ১৬ দিন পর লাশ বাংলাদেশে আনা হয়। এ সময় বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের এডি মো. হায়দার ও বিএসএফের কোম্পানি কমান্ডার রাজেশ নারায়ণ উপস্থিত ছিলেন। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ভারতে কৃষ্ণনগর থানার ওসি বিপেন সরকার লাশ হস্তান্তর করলে গ্রহণ করি। সন্ধ্যার পর লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button