জাতীয় সংবাদ

হামাসের হামলার শিকার ইসরায়েলি ট্যাংক-সাঁজোয়া যান

প্রবাহ রিপোর্ট ঃ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, আল-ইয়াসিন ১০৫ গোলা ব্যবহার করে দখলদার ইসরায়েলের দুটি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছে তারা। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের মাহাত্তা এবং কাতিবাতে এ হামলা চালানো হয়। এছাড়া গাজার মধ্যাঞ্চলের আল-মুগরাকার একটি বাড়িতে এন্টি-পার্সনেল ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সময় বাড়িটির ভেতর বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ছিলেন। নুসেরাতেও একটি ভবনে একইভাবে বিস্ফোরণ ঘটানোর দাবি জানিয়েছে আল-কাসেম ব্রিগেডস। এতে ভবনের ভেতর থাকা ইসরায়েলি সেনারা আহত ও নিহত হয়েছেন। অপরদিকে আল-বুরুজি শরণার্থী ক্যাম্পে জড়ো হওয়া ইসরায়েলি সাঁজোয়া যান এবং সেনাদের লক্ষ্য করে কামান থেকে ভারী গোলা ছোড়ার তথ্য জানিয়েছে হামাসের যোদ্ধারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button