জাতীয় সংবাদ

ময়মনসিংহ-৩ আসনে বন্ধ কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি

প্রবাহ রিপোর্ট : অনিয়ম ও সহিংসতার অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের স্থগিত করা একটি কেন্দ্রের ভোট আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, দেশে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে, অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্রটির ভোটগ্রহণ ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে অনিয়ম নিয়ে প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন, রিটার্নিং অফিসার যেটা ঘোষণা করেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে, ইসির নিয়ম হচ্ছে, গুরুতর অভিযোগ থাকলে কমিশন সেটা পুনর্বিবেচনা করে থাকে। এ ছাড়া অভিযোগকারীরা চাইলে সুপ্রিম কোর্টের সাহায্য নিতে পারেন। এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল ও সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি জানিয়ে সিইসি বলেন, তারা ভোট বর্জন করে জনগণকে ভোট না দেওয়ার জন্য উৎসাহ যুগিয়েছে। আমরা খুশি হতাম, যদি সব দল অংশ নিতো। তবে, দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। এর আগে গত রোববার অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button