জাতীয় সংবাদ

কাজী ফিরোজ ও সুনীলকে অব্যাহতি দিলেন জিএম কাদের

প্রবাহ রিপোর্ট : দলের কো-চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্যের পদসহ সব পদ থেকে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের এমপি। দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে গতকাল শুক্রবার তিনি এ সিদ্ধান্ত নেন বলে দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয় পার্টিতে জীবিত মুক্তিযোদ্ধাদের একজন কাজী ফিরোজ রশীদ। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ছিলেন। তিনি ঢাকা-৬ আসনের দুবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, দলের প্রেসিডিয়াম সদস্যসহ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি দলের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে অব্যাহিতপ্রাপ্ত সুনীল শুভ রায় ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি। পাশাপাশি দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ‘দৈনিক জনতা’র সম্পাদক ছিলেন। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার পর দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর নেতাকর্মীরা দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব চুন্নুর অপসারণ দাবি করে আন্দোলন করে আসছিলেন। এই আন্দোলনে কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায় মূখ্য ভূমিকা পালন করছেন, এমন অভিযোগে প্রভাবশালী এই দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button