জাতীয় সংবাদ

শাহ আমানতে বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের চারটি সিটের নিচে লাইফ জ্যাকেট থেকে চার কোটি টাকা মূল্যের সাড়ে চার কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে শারজাহ থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৫২ ভেতর সিটের নিচে তল্লাশি করে এ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান জানান, সারজাহ থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৮টা ৭ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটের সিট নম্বর ১৯এ, ১৮বি, ১৭বি ও ১১ই এর নিচে লাইফ জ্যাকেটের সঙ্গে বিশেষ কায়দায় লুকানো চার প্যাকেট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। স্বর্ণালংকারসমূহের মধ্যে চুড়ি ৬৯টি, চেন ১১টি, ২টি লকেট ও ৩টি রিং পাওয়া যায়। যার মোট ওজন চার কেজি ৫৪০ গ্রাম। বাজার মূল্য তিন কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button