জাতীয় সংবাদ

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪ বছরের মানসিক প্রতিবন্ধী নাতনিকে ধর্ষণের অভিযোগে লোকমান হোসেন (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সম্পর্কে ওই কিশোরের দাদার চাচাতো ভাই। গতকাল শুক্রবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী ভিটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লোকমান কল্ল্যান্দী ভিটিপাড়া এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। এর আগে, ১৭ জানুয়ারি লোকমান শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, লোকমান হোসেন প্রায়ই মানসিক প্রতিবন্ধী মেয়েটিকে নানা রকম কু-প্রস্তাব দিতেন। ১৭ জানুয়ারি সকালে ওই মেয়েটির মা ও ভাই কর্মস্থলে চলে যাওয়ার পর ফাঁকা বাড়ি পেয়ে কৌশলে তাকে ডেকে নিয়ে লোকমান হোসেন জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ এসেছে। ঘটনার কথা কাউকে বলে দিলে প্রাণনাশের হুমকি দিয়ে কিশোরীকে ছেড়ে দেন। শিশুটি ভয়ে দুইদিন কথা গোপন রাখে। পরে গত বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। তিনি আরও জানান, মামলার পর অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতেই লোকমানকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button