জাতীয়করণসহ ৭ দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের
প্রবাহ রিপোর্ট : মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণসহ ৭ দফা দাবি জানিয়েছেন এ মাধ্যমের শিক্ষকরা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান। মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো তারাও (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করেন। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২২ থেকে ৩০ হাজার টাকা বেতন পেলেও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তেমন কোনো বেতন পান না। ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকরা আড়াই হাজার টাকা, সহকারী শিক্ষক ২ হাজার ৩০০ টাকা পান। বাকি রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষকরা ৩৯ বছর ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত। তাই আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণসহ ৭ দফা দাবি জানাচ্ছি। তারা আরো বলেন, গত ১২ অক্টোবর (২০২২) আমাদের দাবির কথা শিক্ষামন্ত্রীর কাছে পেশ করলে তিনি ৪ মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। কিন্তু এরপর ৪ মাসতো দূরের কথা ২ বছর অতিবাহিত হলেও আমাদের দাবি আজও বাস্তবায়িত হয়নি। তাই আজকে আমরা আমাদের দাবির প্রেক্ষিতে মানববন্ধন করতে বাধ্য হলাম।