জাতীয় সংবাদ

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩৮ বছর পর বাংলাদেশের রেকর্ড

প্রবাহ রিপোর্ট ঃ ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। এ ঘটনায় বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩৮ বছর পর রেকর্ড গড়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইরান থেকে বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান বশিরের শিক্ষক শায়েখ নেছার আহমাদ আন নাছিরি। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ ৩৮ বছরে প্রথম হতে পারেনি। বাংলাদেশ একই দিনে একই সঙ্গে ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে প্রথম হয়েছে। একই দিনে ৩টি বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। শায়েখ নেছার বলেন, এর আগে দুবাই, সৌদি আরবসহ অনেক দেশে প্রথম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন কোরআনের নিরব বিপ্লব চলছে। তিনি আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট হাফেজ বশিরের মাথায় চুমা দিয়েছেন। এ সময় হাফেজ বশির আহমদ বলেন, বড় হয়ে আমি মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে কুরআনিক সাইন্স বিষয়ে পড়াশোনা করতে চায়। মসজিদে হারামের ইমাম হতে চায়। এর আগে ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান। হাফেজ বশির আহমদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button