হাতঘড়ি ও পেটের কাটা দাগ দেখে শনাক্ত করলেন ভাইয়ের লাশ

প্রবাহ রিপোর্ট : রাজধানীর বেইলি রোডে অগ্নিকা-ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের চেহারা বিকৃত হয়ে গেছে। এ কারণে দুটি লাশ এখনও শনাক্ত করা যায়নি। তবে এর মধ্যে একটি লাশ মিনহাজ উদ্দিনের বলে দাবি করেছেন তার বড় ভাই মেহেদী হাসান। মেহেদি হাসান বলেন, ছোটবেলায় তার ভাইয়ের পেটে অস্ত্রোপচার করা হয়, পেটে সেই কাটা দাগ রয়েছে। তার ভাই যে ঘড়ি পরতেন, সেটি শনাক্ত করে এই দাবি করেন তিনি। তার দাবি, মিনহাজ রাজধানীর একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারওয়ান বাজারের কর্মস্থল থেকে বের হন তিনি। পরে রাতে তার সন্ধান পায়নি পরিবার। ভোর ৪টার দিকে তিনি বেইলি রোডে আগুনে মারা গেছেন বলে জানতে পারে পরিবার। ঢাকা মেডিক্যালে স্বজনদের পাশাপাশি মিনহাজের লাশ শনাক্ত করেছেন তার অফিসের সহকর্মীরাও। তারা বলছেন, গতকাল মিনহাজ অফিস করেছেন এবং অফিসের পরে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কাল তার হাতে ওই ঘড়িটি ছিল, যা তিনি নিয়মিত পরতেন। এদিকে মিনহাজের প্রসঙ্গে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডিএনএ স্পেশালিস্ট আশরাফুল আলম বলেন, মর্গে থাকা দুটি লাশকে চার জন নিজেদের স্বজন বলে দাবি করেছেন। চেহারা বিকৃত হওয়ায় চেনা যাচ্ছে না। আমরা স্বজনদের ডিএনএ নমুনা রেখেছি। নমুনা পরীক্ষা শেষে তাদের প্রকৃত পরিচয় জানা যাবে। তারপরই লাশ হস্তান্তর করা হবে।