জাতীয় সংবাদ

দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে যোগ দিতে কাতার গেছেন

প্রবাহ রিপোর্ট : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল রোববার সরকারি সফরে কাতারের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ‘দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে (ডিআইএমডিএক্স)’ অংশগ্রহণ করবেন। এই এক্সিবিশন ও কনফারেন্স কাতারের রাজধানী দোহায় ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ (সশস্ত্র বাহিনী প্রধান) এবং বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সের (ডিআইএমডিএক্স) মূল লক্ষ্য হলো— স্ব স্ব স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারী সম্পর্কোন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাগুলো মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীগুলোর আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা। সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ৬ মার্চ দেশে ফেরার কথা রয়েছে। রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুই জন ছাড়া পেয়েছেন। গতকাল রোববার তাদের রিলিজ দেওয়া হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘ বেইলি রোডে আগুনের ঘটনায় দগ্ধ ১১ জন হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে ছয় জন ছাড়া পান গত শনিবার আজ পেলেন আরও দুই জন। শ্বাসকষ্টসহ নানা জটিলতা থাকা তিন জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে তাদের ছাড়পত্র দেওয়া হবে। এখনই তাদের শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’ বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর সূত্রাপুরের কাজী নজরুল ইসলামের ছেলে মো. রাকিব (২৫)। তিনি গ্রিন কোজি কটেজ ভবনের তৃতীয় তলায় একটি প্রাইভেট কোম্পানিতে সেলস অ্যাসোসিয়েট হিসাবে চাকরি করেন। রাকিবের সহকর্মী মো. হাসান বলেন, ‘ওই প্রতিষ্ঠানে দুই শিপটে কাজ করতে হতো। আমি সকাল শিফটে ছিলাম, তাই রাত ৮টায় বাসায় চলে যাই। রাকিব ছিল দ্বিতীয় শিফটে। তার ডিউটি ছিল রাত ১০টা পর্যন্ত। আগুন লাগলে সে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।’ আরেকজন কুমিল্লার মুরাদ নগরের আবুল বাশারের ছেলে মেহেদী হাসান (৩৫)। পেশায় তিনি ব্যবসায়ী। স্ত্রী সুমাইয়াকে (২৫) নিয়ে ওই ভবনে খেতে গিয়েছিলেন। পরে আগুন লাগলে তারা ভবনে আটকা পড়েন। তিনি বার্ন ইনিস্টিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই জন। তাদের মধ্যে একজন জুবায়ের আহামেদ (২৫)। তিনি ওই ভবনের একটি খাবারের হোটেলের কর্মচারী। ফরিদপুর বোয়ালমারী ফেলানগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। অপরজন কাচ্চি ভাই রেস্তোরাঁর কর্মচারী ইকবাল হোসেন (২৩)। তিনি নোয়াখালীর সুর্বনাচর উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে। গত ২৯ ফেব্রুয়ারি বেইরি রোডে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। গত শনিবার ময়নাতদন্তের সময় তাদের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button