গাজায় অপুষ্টি ও পানিশূন্যতায় মারা গেল আরও তিন শিশু
প্রবাহ রিপোর্ট ঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে ভুগে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বিবৃতিতে বলেছেন, গাজা শহরের আল-শিফা হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতাজনিত কারণে তিন শিশু মারা গেছে। এ নিয়ে গত কয়েকদিনে গাজা উপত্যকার হাসপাতালগুলোয় অপুষ্টি ও পানিশূন্যতায় ২৩ শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে খাবার, পানি, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাবের কারণে এসব শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। গত ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সতর্ক করে বলেছিল, ইসরায়েলি হামলার মুখে গাজা উপত্যকায় শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্যের জন্য অপুষ্টি ‘গুরুতর হুমকি’ হয়ে উঠেছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলা গাজার ৮৫ শতাংশ মানুষকে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে ঠেলে দিয়েছে। হামলায় উপত্যকাটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।