বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ভারত, চীন ও রাশিয়ার শ্রদ্ধা
প্রবাহ রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে তার প্রতি আন্তরিক সম্মান ও গভীর শ্রদ্ধা জানিয়েছে ভারত, চীন ও রাশিয়া। গতকাল রোববার এসব দেশের ঢাকার মিশন থেকে পৃথক বার্তায় শ্রদ্ধা জানানো হয়। ঢাকার ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে তার প্রতি জানাই আন্তরিক সম্মান ও গভীর শ্রদ্ধা। স্বাধীনতার একজন পথপ্রদর্শক হিসেবে যিনি বাংলাদেশের মানুষকে অদম্য চেতনা ও আপোষহীন ইচ্ছাশক্তি নিয়ে তাদের অধিকার আদায়ে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, তার জীবন ও কর্ম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। ঢাকার চীনা দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে চীনের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের প্রতিটি প্রজন্ম এগিয়ে যাক বঙ্গবন্ধুর আদর্শে ও প্রেরণায়। এদিকে ঢাকার রাশিয়া দূতাবাসের এক বার্তায় বলা হয়, শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে দূতাবাস বাংলাদেশের বন্ধুপ্রিয় জনগণকে অভিনন্দন জানায়। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি। তিনি মুক্তি আন্দোলনের একজন অগ্রণী ব্যক্তিত্ব, যা বাংলাদেশি জনগণের জন্য স্বাধীনতা ও ন্যায়বিচার এনেছিল। তার বিজ্ঞ নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ যা দেশকে বিদেশি অংশীদারদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের দিকে পরিচালিত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের উন্নয়ন যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত রাশিয়া।