অবন্তিকার আত্মহত্যা: সহপাঠী আম্মানের জামিন নামঞ্জুর

প্রবাহ রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আম্মান সিদ্দিকীর পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। কিন্তু বিচারক মো. আবু বকর সিদ্দিক শুনানি শেষে তা নামঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী মো. আবু তাহের বলেছেন, ‘আম্মান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে জামিন দিলে সে পালিয়ে যাবে না। এ ছাড়াও, সবচেয়ে বড় কথা এখনও তদন্ত চলছে। আম্মান অপরাধী এখনও তা প্রমাণ হয়নি।’ অবন্তিকার পক্ষের আইনজীবী সৈয়দ নুরুর রহমান বলেন, ‘মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। এখন যদি আম্মানকে জামিন দেওয়া হয় তাহলে মমামলার বাদীসহ সবকিছুতে প্রভাব বিস্তার করতে পারে। তাই বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করেছেন।’ এদিকে, আম্মানের জামিন নামঞ্জুর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অবন্তিকার মা তাহমিনা শবনম। তিনি বলেন, ‘আম্মান ও দ্বীন ইসলাম জামিন পেলে মামলা প্রভাবিত করতে পারে।’ উল্লেখ্য, ১৫ মার্চ শুক্রবার রাত ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকা সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগ এনে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকীর নামোল্লেখ ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীর রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছিল আদালত।