জাতীয় সংবাদ
ট্রেনের একটি টিকিটের বিপরীতে ৫৪৬ জনের চেষ্টা

প্রবাহ রিপোর্ট : ঈদ যাত্রার ট্রেনের আগামী ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পেতে রেল সেবা অ্যাপে একটি টিকিটের বিপরীতে ৫৪৬ জন চেষ্টা করছেন। এদিন রেল সেবা অ্যাপে হিট পড়েছে ৮২ লাখ। প্রথম তিন ঘণ্টাতেই পৌনে ১৭ হাজার টিকিটের মধ্যে ১৫ হাজার টিকেট বিক্রি হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য জানান। এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে। এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। ঈদ যাত্রাকে ঝামেলাহীন, নিরাপদ রাখার জন্য সকল ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মাসুদ সারওয়ার। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।