জাতীয় সংবাদ

বুয়েটে ছাত্র রাজনীতিতে বাধা নেই : হাইকোর্ট

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ২০১৯ সালে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করে; তা গতকাল সোমবার স্থগিত করেন হাইকোর্ট। ফলে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। এর গতকাল সোমবার সকালে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। এদিন বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি এ রিট করেন। তারপরই এমন রায় দেন হাইকোর্ট। এদিকে হাইকোর্টের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুয়েটের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, হাইকোর্ট যা বলবে তা আমাদের মানতে হবে। কোর্টের আদেশ শিরোধার্য। তা বাস্তবায়ন করতে গেলে আমাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। উপাচার্য বলেন, রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য ছাত্র-শিক্ষক, প্রশাসন সবাই মিলে সিদ্ধান্তে আসতে হবে। সেজন্য আলোচনা প্রয়োজন। কীভাবে করা যায় তা বের করতে হবে। তিনি আরও বলেন, আগে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ছিল। এখন তার কার্যক্রম বন্ধ আছে। শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের আলোচনার ওপর ভিত্তি করে আমরা বিষয়টা দেখবো। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন জানান, বুয়েট সংবিধান ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবেন। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ এবং অধিকার আদায়ের জন্য বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। গতকাল সোমবার বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে হাইকোর্টের শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। সাদ্দাম হোসেন বলেন, ছাত্ররাজনীতির মধ্যে কোনো নেতিবাচক উপাদান থেকে থাকলে বা অ্যাকাডেমিক কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজনীতি নিশ্চিত করার জন্য বুয়েট প্রশাসন যদি কোনো নিয়ম-নীতি প্রণয়ন করে, আমরা তাকে স্বাগত জানাবো। যেকোনো মূল্যে আমরা বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি দেখতে চাই। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বুয়েটে রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করা যুগান্তকারী রায়। গতকাল সোমবার তিনি এ মন্তব্য করেন। ইনান বলেন, আমাদের হাইকোর্টের সিদ্ধান্ত মানতে হবে। গণতন্ত্র ও সংবিধানের পক্ষে এ রকম একটি যুগান্তকারী রায় ঘোষণার জন্য আদালতকে ধন্যবাদ। তিনি বলেন, আমরা বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালুর চেষ্টা করবো। বুয়েটের সব সংগঠন ভালোবাসা রেখে ভ্রাতৃত্ববন্ধনে অটুট হয়ে একটি আধুনিক যুগোপযোগী ছাত্র রাজনীতির উদাহরণ যেন প্রতিষ্ঠা করে সে লক্ষ্যে আমরা কাজ করবো। আবরার হত্যার বিষয়ে ইনান বলেন, এ ঘটনা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। তবে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। এ ধরনের ঘটনা যেন কখনোই না ঘটে সে বিষয়ে আমরা সজাগ ও সতর্ক থাকবো। বুয়েটে ছাত্রলীগের কমিটি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা সংগঠনের নিয়ম অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button