জাতীয় সংবাদ

সাগরে ভাসতে থাকা ২৭ জেলেকে উদ্ধার করে ফেরত দিল ভারত

প্রবাহ রিপোর্ট : মাছধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় ভাসতে থাকা ‘বাংলাদেশি ফিশিং বোট এফভি সাগর-০২’ এর ২৭ জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। গতকাল শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ভারতীয় জলসীমা থেকে জেলেদের উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গত ০১ এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া থেকে ‘এফভি সাগর-০২’ নামক একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরে গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্টগার্ড জাহাজ আইসি জি এস আমোঘের দৃষ্টিগোচর হলে তারা দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্টগার্ডকে অবহিত করে। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্টগার্ড জাহাজ আইসি জি এস আমোঘ ২৭ জন জেলেসহ বোটটিকে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করে। মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকটবর্তী স্থানে উক্ত জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button