জাতীয় সংবাদ
গণশৌচাগার থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ খাগড়াছড়িতে গণশৌচাগার থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে জেলা শহরের পৌরসভা ব্রিজের সংলগ্ন গণশৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ তানভীর হাসান। ওসি বলেন, “সকালে গণশৌচাগারের ভেতরে নবজাতকের লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা শাপলা চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।” নবজাতকের বয়স একদিনের হওয়ার ধারণা করে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।