জাতীয় সংবাদ

মার্চের বেতন দিয়েছে ৩২ শতাংশ কারখানা, ৭০ শতাংশে বোনাস

প্রবাহ রিপোর্ট : শিল্প অধ্যুষিত আট এলাকার ৩২ শতাংশ কারখানা মার্চের বেতন পরিশোধ করেছে। ফলে এখনো ৬৮ শতাংশ কারখানার শ্রমিকরা মার্চের বেতন পাননি। এছাড়া ৭০ শতাংশ কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। তবে ঈদের আগেই শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। সংশ্লিষ্ট সূত্রমতে, আগামীকাল বুধবার থেকে শিল্প-কারখানায় শুরু হচ্ছে ঈদের ছুটি। ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মতি জানিয়েছেন কারখানা মালিকরা। তবে গত রোববার পর্যন্ত ৩২ শতাংশ কারখানায় মার্চের বেতন পরিশোধ হয়েছে, বোনাস হয়েছে ৭০ শতাংশ কারখানায়। কারখানা মালিকরা বলছেন, কারখানাগুলোয় এবার বেতন পরিশোধ পরিস্থিতি চ্যালেঞ্জিং। কারখানার ক্রয়াদেশ বাড়লেও পণ্যের দাম কমিয়ে দিচ্ছেন ক্রেতারা। এতে নগদ অর্থ সংকটের প্রভাব পড়েছে বেতন-বোনাস পরিশোধে। শিল্প পুলিশ সূত্র জানায়, শিল্প অধ্যুষিত এলাকার কারখানাগুলোয় ঈদের আগে অস্থিরতা দেখা দেয়। এবার ঈদেও বেতন-বোনাস পরিশোধে সমস্যা হতে পারে এমন ৪১৬ কারখানা চিহ্নিত করেছে শিল্প পুলিশ। এ বিষয়ে নীতিনির্ধারক ও শিল্প মালিকদের আগেই জানিয়েছেন তারা। শিল্প পুলিশের তথ্যমতে, আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট এলাকায় মোট কারখানার সংখ্যা ৯ হাজার ৪৬৭টি। এ আট শিল্প অধ্যুষিত এলাকায় গত রোববার বিকেল ৫টা পর্যন্ত ৩২ শতাংশ কারখানা মালিক মার্চ মাসের বেতন পরিশোধ করেন। এছাড়া ৭০ শতাংশ কারখানা শ্রমিকদের বোনাস দিয়েছে। শিল্পাঞ্চলগুলোর মধ্যে বিজিএমইএর সদস্য কারখানার সংখ্যা এক হাজার ৫৮৯টি। বিজিএমইএ সদস্য কারখানার মধ্যে ১৫ শতাংশ কারখানায় বেতন পরিশোধ হয়েছে, বোনাস হয়েছে ৭৫ শতাংশ কারখানায়। পোশাকশিল্পের আরেক সংগঠন বিকেএমইএর সদস্য কারখানা ৬২৮টি। যার মধ্যে ১০ শতাংশ কারখানা বেতন পরিশোধ করেছে, বোনাস দিয়েছে ৬২ শতাংশ কারখানা। তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর নতুন সভাপতি এস এম মান্নান কচি বলেন, এবার পোশাকখাত একটা চ্যালেঞ্জের মুখোমুখি। কারখানায় বেতন বেড়েছে, গ্যাস-বিদ্যুতের দাম বেড়েছে, ব্যাংক ঋণের সুদহার বেড়েছে। মজুরি বৃদ্ধির সঙ্গে পণ্যের দাম সমন্বয়ের কথা থাকলেও ক্রেতারা এটা করেননি। এরপরও প্রায় সব কারখানা মালিক বোনাস দিয়েছেন। বেশিরভাগ কারখানা বেতন দিয়েছে, এখনও দিচ্ছে। আশা রাখি ঈদের আগেই সব কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়ে যাবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button