জাতীয় সংবাদ
আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির মূল হোতাসহ আটক ২

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর খিলগাঁও থেকে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি তৈরির মূল হোতাসহ দুইজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এসএজি বিভাগের অ্যান্টি ইলিগ্যাল আর্মস রিকোভারি টিম। অভিযানে একজন শিশু ভুক্তভোগীকে উদ্ধার করেছে সিটিটিসি। এছাড়া বিপুল পরিমাণ শিশু পর্নোগ্রাফি কনটেন্ট ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। গত মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।