অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

প্রবাহ রিপোর্ট ঃ আলোচিত কিশোর গ্যাং ‘এসডব্লিউএজি ৪৭’ এর ছয় সদস্যকে ধারালো অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী শহরের মধ্যম রামপুর থেকে তাদের আটকের পর গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটক ছয়জন হলো- ফেনীর সোনাগাজী উপজেলার বাদাদিয়া গ্রামের মাইনুদ্দিন মানিকের ছেলে মোঃ মাহি (২২), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জরম নদী গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ মানিক (১৮), বারাহীগুনী গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ বাবু (১৯), মিয়াজি সড়কের স্বপনের ছেলে মোঃ আসিফ (১৮), পাঁচগাছিয়া গ্রামের রাজিবের ছেলে মোঃ আরমান (১৯), সুন্দরপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে মোঃ সৈকত (১৭)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেনী শহরের মধ্যম রামপুর রাস্তার মাথায় অভিযান চালানো হয়। এ সময় ফেনীর আলোচিত কিশোরগ্যাং ‘এসডব্লিউএজি ৪৭’ এর ছয় সদস্যকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়। আটকদের তল্লাশি করে একটি স্টিলের চাকু ও একটি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়। ফেনীর র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন,আটক কিশোর গ্যাং ‘এসডব্লিউএজি ৪৭’ এর সদস্যদের তল্লাশি করে একটি স্টিলের চাকু ও একটি ফোল্ডিং চাকু পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের কথিত ‘এসডব্লিউএজি ৪৭’ নামে কিশোর গ্যাং সদস্য বলে জানিয়েছেন। পরে গত শুক্রবার তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, র্যাবের হাতে গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধে মামলা রেকর্ডের পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।