জাতীয় সংবাদ

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ : পাসের হার ৩৩ শতাংশ

প্রবাহ রিপোর্ট : গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৫০ হাজার ৭৬০ জন। পাসের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ। গতকাল মঙ্গলবার বিকেলে ফল ঘোষণা করেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের পরীক্ষায় সর্বনি¤œ নম্বর মাইনাস ১৮ দশমিক ৭৫। তবে এ নম্বর কে পেয়েছেন তা জানা যায়নি। ৭৫ কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন ২ জন। ৭০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন চারজন। ৬৫ থেকে ৭০ এর মধ্যে ২০ জন, ৬০ থেকে ৬৫ এর মধ্যে ৮৪ জন, ৫৫ থেকে ৬০ এর মধ্যে ৪৪০ জন, ৫০ থেকে ৫৫ এর মধ্যে ২ হাজার ২২ জন, ৪৫ থেকে ৫০ এর মধ্যে ৬ হাজার ৭১৬ জন, ৪০ থেকে ৪৫ এর মধ্যে ১৬ হাজার ৩৪৬ জন, ৩৫ থেকে ৪০ এর মধ্যে ৩১ হাজার ২১৭ জন এবং ৩০ থেকে ৩৫ এর মধ্যে ৫০ হাজার ৭৬০ জন। এর আগে ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তির ওয়েবসাইট মংঃধফসরংংরড়হ.ধপ.নফ ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button