রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন

প্রবাহ রিপোর্ট : কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে বালু তোলা নিয়ে সংঘর্ষে ছৈয়দুর রহমান (২০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ক্যাম্প-২ ডব্লিউ বি/৮ ব্লকে এ ঘটনা ঘটে। ছৈয়দুর রহমান ওই ক্যাম্পের ছৈয়দ আলমের ছেলে। ক্যাম্প সূত্র জানায়, সকালে ছৈয়দুর রহমান বাড়ির পাশ দিয়ে যাওয়া ছোট ড্রেন থেকে বালু তুলে। এ সময় প্রতিবেশী রোহিঙ্গা নুর আলম বাঁধা দেয়। এনিয়ে তাদের মধ্যে বাগবিত-ার পর সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে নুর আলম কোদাল দিয়ে ছৈয়দুর রহমানের মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্পের পাশে জিকে হাসপাতাল ভর্তি করায়। আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে নিহতের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।