জাতীয় সংবাদ

পুকুর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ কিশোরগঞ্জে পুকুর থেকে বাচ্চু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গাংগাইল এলাকার বাসিন্দা। তিনি জেলা শহরের গৌরাঙ্গ বাজারের নৈশপ্রহরী। পুলিশ জানায়, পরিবার নিয়ে জেলা শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন বাচ্চু মিয়া। গত শনিবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে হাসমত উদ্দিন উচ্চবিদ্যালয়ের পুকুরে তার লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজনের চোখে পড়ে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button