জাতীয় সংবাদ

বেনজীরকে সময় দেওয়া হচ্ছে কেন : জানালেন দুদক চেয়ারম্যান

প্রবাহ রিপোর্ট : সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গে বলতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, বেনজীর আহমেদ দুদকে উপস্থিত হলো কী হলো না, এটা নিয়ে প্যাঁচানোর কিছু নেই। ন্যায়বিচারের স্বার্থে সব অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিকেই সময় দেওয়া হয়। বেনজীর আহমেদ আবেদন না করলেও সময় পেতেন। অন্য ১০টা অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিকে যেভাবে সময় দেওয়া হয়। এ ক্ষেত্রে আবেদনও লাগে না। অনুসন্ধান কর্মকর্তাই সেই সময় দেন। এটা আইনের বিধান। ন্যায়বিচারের স্বার্থে অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়। কারণ, সে যাতে কখনও বলতে না পারে, তার কথা শোনা হয়নি। গতকাল সোমবার ২০২০ ও ২০২১ সালের ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, দুদক কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পেলেই তাকে আসামি বলে না। আদালতে চার্জশিট না দেওয়া পর্যন্ত আমরা কাউকে আসামি বলি না। এটা আইনের বিধান। আমরা বলি, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি। ন্যায়বিচারের স্বার্থে অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শুনি। কারণ, সে যেন কখনও বলতে না পারে, আমার কথা শুনেনি। শুনলে তো আমি জবাব দিতাম, আমার বিরুদ্ধে মামলা হতো না। এজন্য একটা সময় দেওয়া হয়। সে আবেদন করুক, আর না করুক। দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সারা দেশে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দুই ক্যাটাগরিতে দুই বছরের বিজয়ী ১২ স্ংাবাদিকের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দুদকের কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন এবং দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বক্তব্য রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button