এইচএসসি পরীক্ষার দিন কেন্দ্রের স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ
প্রবাহ রিপোর্ট : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যেসকল কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেই সব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা ২০২৪ শুরু হতে যাচ্ছে। যেসকল কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেসকল প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য অনুরোধ করা হলো। শ্রেণি কার্যক্রম চলমান রাখতে গিয়ে পাবলিক পরীক্ষায় বিঘœ সৃষ্টি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।