জাতীয় সংবাদ

ইসরায়েলের আরও ৪ সেনা নিহত : আহত ৭

# হামাসের বুবি-ট্র্যাপ #

প্রবাহ রিপোর্ট ঃ গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের বুবি-ট্র্যাপে পড়ে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। জানা গেছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাদের একটি ভবনের ভেতর ট্র্যাপে ফেলা হয়। এরপর ভবনটি ধসে পড়ে। এ নিয়ে গাজায় স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩০০ জনে পৌঁছল। এর মধ্যে চার জিম্মিকে উদ্ধার অভিযানের সময় শনিবার নিহত একজন পুলিশ কর্মকর্তাও রয়েছে। নিহত চারজনই গিবাতি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটের সদস্য ছিল।
আইডিএফ প্রাথমিক তদন্ত অনুসারে জানায়, সৈন্যরা রাফার শাবোউরা পার্শ্ববর্তী একটি সন্দেহজনক বাড়ির ভিতরে বিস্ফোরক যন্ত্র নিক্ষেপ করেছিল। কিন্তু সেটি তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ না হওয়ার পর সেখানে তারা প্রবেশ করেছিল, যা সম্ভাব্য ফাঁদের অংশ ছিল বলে মনে হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button