জাতীয় সংবাদ

বানারীপাড়ায় আ.লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রবাহ রিপোর্ট ঃ জেলার বানারীপাড়া উপজেলার কাজলাহার গ্রামের এবিসি ইটভাটা জবরদখল চেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওই ইটভাটার মালিক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের মামাতো বোন শাহনাজ বেগম বাদি হয়ে ইটভাটায় হামলা, ভাঙচুর, লুটপাট, হুমকি ও হত্যা প্রচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে থানার ওসি মোঃ মাইনুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। মামলার আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাবিনা ইয়াসমিন, সোহাগ সরদার, ফয়সাল ঘরামী, রুবেল সরদার, জামাল মোল্লা, হাছেন বেপারী, মাহিনুর নেছা ডায়না, সামিয়া আক্তার মীম, খালিদ মাহমুদ সোহাগ, সাইফুল হাওলাদার ও সাব্বির গোলন্দাজ। এজাহারে জানা গেছে, গত ৭ জুন সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন এবিসি ব্রিক্স নামের ইটভাটা জবর দখলের চেষ্টা চালায়। এ সময় মোয়াজ্জেম হোসেন, তার ভাই আলাউদ্দিন গোলন্দাজ এবং ইটভাটায় কর্মরতরা বাঁধা প্রদান করলে তাদেরকে মারধর করা হয়। এ সময় আসামিরা ভাঁটা ভাঙচুরসহ নগদ টাকা, একটি মোটরসাইকেল ও লোহারগেট লুট করে নিয়ে যায়। হামলায় গুরুত্বর আহত আলাউদ্দিন গোলন্দাজ ও সেলিম বেপারীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন দুপুরে আসামিরা উপজেলার সলিয়াবাকপুর গ্রামে ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি তাকে স্ব-পরিবারে হত্যার হুমকি প্রদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button