নারীর গলা কাটা লাশ উদ্ধার, শিশু সন্তান নিয়ে স্বামী উধাও
প্রবাহ রিপোর্ট ঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিজেদের ঘর থেকে সুফিয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে সুফিয়ার স্বামী ও শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ও স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করে শিশু সন্তানকে নিয়ে তার স্বামী মোঃ হাসমত আলী (৪৮) পালিয়ে গেছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোরের মধ্যে কোনো একসময় উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ হত্যাকা- ঘটে। বাগাতিপাড়া থানার ওসি মোঃ নান্নু খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুফিয়ার স্বামী আসমত আলী এলাকায় চোর হিসেবে পরিচিত। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই সুফিয়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকা-ের পর আসমত আলী তাদের শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন, যোগ করেন ওসি। তিনি আরও বলেন, আসমত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।