ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রবাহ রিপোর্ট ঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইট বহনকারী অবৈধযান শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় মুন্না হোসেন (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার খাসকররা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না ওই উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের নাসির ম-লের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মুন্না মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। খাসকররা বাজারে এলে ইটবহনকারী ট্রলি তার মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ট্রলিচাপায় ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া জানান, ট্রলি জব্দ করা হয়েছে। তবে চালক দুর্ঘটনার পরই পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ঃ এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের সন্তোষপুর তেল পাম্পের কাছে থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি হয়ত মানসিক প্রতিবন্ধী ছিলেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরের দিকে উপজেলার সন্তোষপুর তেল পাম্পের কাছে একটি শব্দ শুনতে পান স্থানীয়রা। এ সময় তারা রাস্তায় (সড়কে) বের হয়ে দেখেন এক ব্যক্তি সড়কের পাশে মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তখন আকলিমা নামে এক নারী তার মাথায় দেওয়ার জন্য পানি আনতে বাড়ি যান। পরে ফিরে এসে দেখেন লোকটি মারা গেছেন। স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন বলেন, সন্তোষপুর তেল পাম্প সংলগ্ন সড়কের পাশে ঝোপের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় কিছু পাওয়া যায়নি। জীবননগর থানার ওসি (তদন্ত) একরাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।