রাজধানীতে বৃদ্ধ ও কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর পৃথক স্থন থেকে এক বৃদ্ধ ও কলেজ ছাত্রীর লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাজধানীর কদমতলীর মুরাদপুরে নিজ বাড়িতে চাঁন মিয়া (৬২) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বিকাল সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী স্বাধীন আক্তার বলেন, তার স্বামী আগে সৌদি আরবে থাকতেন। দুই বছর আগে দেশে আসেন। সৌদিতে থাকাকালীন তার মা ও ভাই-বোনদের জমি লিখে দিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তার ভাইদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া চলছিল। তিনি বলেন, দুপুরে আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম। সে সময় সবার অগোচরে শয়নকক্ষে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার স্বামীর ভাইবোনদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধে অভিমানে আত্মহত্যা করতে পারে। নিহত চাঁন মিয়া পটুয়াখালী জেলায় মৃত রিয়াজ উদ্দিন মৃধার ছেলে। বর্তমানে মুরাদপুর জিরো পয়েন্ট এলাকায় নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে তিন মেয়ের জনক ছিলেন তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
যাত্রাবাড়ীতে শিক্ষার্থীর লাশ উদ্ধারঃ এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ঝুমুর আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে যাত্রাবাড়ীর গোলাপবাগে পুলিশ কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া এ তথ্য জানান। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তপন মাহমুদের মেয়ে ঝুমুর। বর্তমানে গোলাপবাগে পুলিশ কোয়ার্টারে বোন নুপুর আক্তারের বাসায় থাকতেন। বাচ্চু মিয়া বলেন, স্বজনরা তাকে উদ্ধার করে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। পরীক্ষা-নীরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। মৃতের এক আত্মীয় আদিরা বলেন, ঝুমুর গোলাপবাগে তার বোনের বাসায় থেকে লেখাপড়া করতো। সকালে সবার অগোচরে সে গলায় ফাঁস নেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, সে বিষয়ে জানাতে পারেননি তার স্বজনরা।