জাতীয় সংবাদ

জয়পুরহাটে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

প্রবাহ রিপোর্ট ঃ জয়পুরহাটে কলেজ শিক্ষক আলী হাসান বাবু হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দ্বিতীয় আদালতের সরকারি কৌঁসুলি উদয় সিং বিষয়টি নিশ্চিত করেছেন। দ-প্রাপ্তরা হলেন, আসাদুল ইসলাম, মজিবর রহমান, তোফাজ্জল হোসেন, আবদুল হান্নান, আনিছুর, কালাম, খায়রুল ইসলাম, বাবু মিয়া, সোহেল হোসেন, মোর্শেদুল হাসান মশিউর ও আজিজুল। তারা সবাই পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের বাসিন্দা। এদের মধ্যে মোর্শেদুল হাসান মশিউর ও আজিজুল ছাড়া সবাই পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কাঁকড়া গ্রামের আবুল কাশেম ম-লের ছেলে আলী হাসান বাবু কলেজে শিক্ষকতার পাশাপাশি পণ্যের স্টক ব্যবসা করতেন। ২০০৯ সালের ১৭ জুন রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে কাঁকড়া সেতুর কাছে পৌঁছালে ব্যবসায়ীক টাকা আত্মসাতের উদ্দেশে আসামিরা আলী হাসান বাবুর গলায় রশি পেঁচিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে জখম করে হত্যা করে লাশ নদীতে ফেলে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে পরদিন পাঁচবিবি থানায় হত্যা মামলা করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button