জাতীয় সংবাদ

নাটোর জেলা বিএনপির সমাবেশে হামলায় আহত ৭

প্রবাহ রিপোর্ট : নাটোর জেলা বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। ওই সময় জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটির সাবেক মেয়র মেসাদ্দেক হোসেন বুলবুলসহ আহত হয়েছে আরও ছয় জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গতকাল বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু আসছিলেন। এ সময় শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। তিনি জানান, পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যদিকে বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ছয় জন আহত হয়েছেন। বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপির এক সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে যায় সন্ত্রাসীরা। এমন ঘটনা খুবই দুঃখজনক। এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে অনুরোধ করবো জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, শহিদুল ইসলাম বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ককটেলের আঘাতে মোসাদ্দেক হোসেন বুলবুল আহত হয়েছেন। আহত সবাকেই চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় বেশ কয়েকটি ককটেল ও গুলি ছোড়ে সন্ত্রাসীরা। নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, কোনো ককটেল নিক্ষেপ বা গুলির ঘটনা তিনি শোনেননি। ওই বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button