কোটার বিরুদ্ধে আন্দোলন : শাহবাগে মুখোমুখি শিক্ষার্থী-পুলিশ
প্রবাহ রিপোর্ট : কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে। পরে হঠাৎ করেই শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নেয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থানরত পুলিশের সঙ্গে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে মুখোমুখি অবস্থান থেকে পিছু হটে পুলিশ। এর আগে দুপুর ১২টা থেকেই শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ মোড় অবরোধ করেন। পাশাপাশি পুলিশও অবস্থান নেয়। অবরোধ চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের একজন পুলিশ সদস্যের উচ্চবাচ্য হয়। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অবস্থানরত পুলিশের দিকে তেড়ে যায়। তবে আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহসহ বেশ কয়েকজন গিয়ে তাদের শান্ত করেন। এই প্রতিবেদন লেখা (৫টা ২৫ মিনিট) পর্যন্ত শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেন। এ ছাড়া শিক্ষার্থীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’, ‘দালালি না রাজপথ -রাজপথ রাজপথ’, ‘হুমকি দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’ স্লোগান দিতে থাকেন।