রাস্তার পাশে পড়েছিল এক ব্যক্তির লাশ
প্রবাহ রিপোর্ট ঃ ঝালকাঠি রাজাপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কমিউনিটি ক্লিনিক এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে জসিম নামে এক যুবক সাতুরিয়া চেয়ারম্যানের জন্য বাজারে নাস্তা আনতে বের হন। পথে পড়ে থাকা লাশটি প্রথমে তার চোখে পড়ে। পরে বিষয়টি তিনি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মরদেহে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া মরদেহের পাশ থেকে একটি ছোট চাকু পাওয়া গেছে। সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু বলেন, আমি আমার এলাকার প্রত্যেকটি ওয়ার্ডের চৌকিদার দিয়ে খবর নিয়েছি কিন্তু লাশটি আমার এলাকার কেউ শনাক্ত করতে পারেনি। তাছাড়া পাশেই পিরোজপুরের কাউখালী উপজেলার সীমানা, ওই উপজেলার লোকজন লাশটিকে দেখেছে। তারাও অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। রাজাপুর থানা ওসি আতাউর রহমান জানান, মরদেহে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।