জাতীয় সংবাদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

প্রবাহ রিপোর্ট : যুক্তরাজ্যের নির্বাচনে জয়লাভের জন্য ওই দেশের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবারের নির্বাচনে ৬৫০টির মধ্যে লেবার পার্টি ৪১২ আসনে জয়লাভ করে। গতকাল শুক্রবার ব্রিটেনের রাজা চার্লস স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। লেবার পার্টি ও দলের সাবেক নেতা স্যার হ্যারল্ড উইলসন, থমাস উইলিয়ামস, লর্ড পিটার শোরের সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সম্পর্কের স্মৃতিচারণ করে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, আন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল আকাঙ্খার মতো মূল্যবোধ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ভিত্তি বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, জলবায়ু পরিবর্তন ও কৌশলগত অংশীদারত্ব দৃঢ় করার জন্য লেবার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশের সরকার। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে ৭ লাখ বাংলাদেশি-ব্রিটিশ ডায়াসপোরা সম্প্রদায় দুই দেশের উন্নয়নে যেন কাজ করতে পারে, সেটির বিষয়ে নজর থাকবে দুই সরকারের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button