জাতীয় সংবাদ

কোটায় উত্তাল সারাদেশ

প্রবাহ রিপোর্ট ঃ পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছে সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কার চেয়ে করা আন্দোলনকারীরা। সোয়া ৫টার দিকে শাহবাগে দেওয়া ব্যারিকেড ভাঙেন তারা। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা শাহবাগে এলে পুলিশের সঙ্গে তাদের বাক্-বিত-া হয়। তারা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।পরে বিকেল সোয়া ৫টার দিকে ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। ব্যারিকেড ভাঙার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া; বলে স্লোগান দেন। পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শাহবাগ মোড়ে পুলিশের আনা জলকামানেরও ওপরও উঠে যান কয়েকজন শিক্ষার্থী। তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এ ছাড়া তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে গিয়ে সেখানকার মোড়েও অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘শিক্ষার্থীরা আজ একসঙ্গে লাইব্রেরি থেকে শাহবাগ যাবে এবং শাহবাগে অবস্থান করবে। আমরা এ পর্যন্ত সর্বোচ্চ সুশৃঙ্খলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে এসেছি। আজকেও তাই করব। কিন্তু কোনো অতি উৎসাহী পক্ষ পায়ে পাড়া দিয়ে লাগতে আসলে তার দায়ভার তাকেই নিতে হবে।’এর আগে দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগ জানিয়েছিল, কোটাবিরোধী আন্দোলনের নামে জনসাধারণকে ব্যাঘাত করলে ছাত্রলীগ তা রুখে দেবে। বিকেলে রাজু ভাস্কর্যে সমাবেশ করার ঘোষণাও দিয়েছিল সংগঠনটি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button