ভুট্টা ক্ষেত থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
প্রবাহ রিপোর্ট ঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে স্মৃতি আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার হালুয়াপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্মৃতি ওই এলাকার মানিক মিয়ার মেয়ে। সে একই উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে স্মৃতির বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। কয়েক মাস আগে কাতার থেকে দেশে এসে স্ত্রী স্মৃতিকে শ্বশুরবাড়ি রেখে আবার চলে যান আমিন ভূঁইয়া। স্মৃতি বাবার বাড়িতেই থাকতেন। গতকাল শুক্রবার সকালে স্মৃতির লাশ একটি ভুট্টা ক্ষেতে পড়েছিল। স্থানীয়রা ওই নারীর লাশ দেখতে পান। পরে লাশ পাওয়ার বিষযটি পুলিশকে জানানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।