জাতীয় সংবাদ

অবরোধ শেষে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, আজ কর্মসূচি ঘোষণা

কোটা বিরোধী আন্দোলন

প্রবাহ রিপোর্ট ঃ ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের হামলা ও বাধার প্রতিবাদে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা। শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখা হয়েছিল শাহবাগ মোড়। সেখানে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরতরা আজ শনিবার প্রতিনিধি বৈঠক করবেন এবং সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সেখানে বসে পড়েন। এরপর শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন।আন্দোলনরত শিক্ষার্থীরা গত ১লা জুলাই থেকে ব্লকেড কর্মসূচি পালন করে আসছেন। তিনদিন আধাবেলা ব্লকেডের পাশাপাশি গত বুধবার সর্বাত্মক অবরোধ কর্মসূচিও পালন করেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button