আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী
প্রবাহ রিপোর্টঃ পার্লামেন্টে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল প্রচ-। শুক্রবার (১২ জুলাই) এই আস্থাভোট অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) তার সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার পর এ ভোট হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
৬৯ বছর বয়সী প্রচ- ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় মাত্র ৬৩টি ভোট পেয়েছেন। আস্থাভোটে তার বিপক্ষে ১৯৪টি ভোট পড়ে।
আস্থাভোটে জিততে কমপক্ষে ১৩৮টি ভোটের প্রয়োজন হয়।
প্রচ- ২০২২ সালের ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে চারবার আস্থাভোটে টিকে থাকলেও এবার ব্যর্থ হন। তিনি ১৯ মাস ক্ষমতায় ছিলেন।
৩ জুলাই দাহালের জোট সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএল। এরপর সংবিধান অনুযায়ী তাকে পার্লামেন্টে আস্থাভোট আয়োজন করতে হয়। সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল প্রচ-ের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে।
নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা ইতোমধ্যে ওলিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন।
নেপালি কংগ্রেসের ৮৯টি আসন রয়েছে, আর সিপিএন-ইউএমএলের রয়েছে ৭৮টি আসন। তাদের সম্মিলিত শক্তি ১৬৭টি যা নি¤œকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৩৮টির চেয়ে অনেক বেশি।