জাতীয় সংবাদ
ঢাবি হল প্রভোস্টদের সঙ্গে উপাচার্যের বৈঠক
প্রবাহ রিপোর্ট : কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রভোস্টরা। বৈঠক শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানান সাংবাদিকদের। উপাচার্য জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের হলের প্রাধ্যক্ষরা রাতভর হলে অবস্থান করবেন। মিটিংয়ে আমাদের আরও কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সেগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গতকাল সোমবার সন্ধ্যায় উপাচার্য ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উল্লেখ্য, দুপুর থেকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুই শতাধিক আহতের ঘটনা ঘটেছে। ঢাবি ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিয়েছে।