জাতীয় সংবাদ

আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ

প্রবাহ রিপোর্ট : কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের এক নেত্রী পদত্যাগ করেছেন। তার নাম নুসরাত জাহান সৌরভী। তিনি বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। পদত্যাগের বিষয়টি নুসরাত জাহান গত সোমবার রাত সাড়ে ৯টায় নিজের ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নওয়াব ফয়জুন্নেছা হল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে, এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান সৌরভীবলেন, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও জানেন দেশে কি হচ্ছে। সারা দেশের বিশ্ববিদ্যালয়ে আজ যে হামলা চালানো হয়েছে, তা মেনে নেওয়ার মতো নয়। আমাদের ক্যাম্পাসেও রাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। সব দিক বিবেচনা করে আমি পদত্যাগ করেছি। এর আগে, রাত ৮টার দিকে কোটা সংস্কার আন্দোলনের কুবি শাখার সমন্বয়ক ফরহাদ কাউসার ও তার সহযোগীরা শহর থেকে ক্যাম্পাসে আসলে তাদের ডেকে নিয়ে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কাউসার আহত হন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button