মতিউরের ১৯ কোম্পানির শেয়ার অবরুদ্ধ : জমি ক্রোকের নির্দেশ
প্রবাহ রিপোর্ট ঃ ছাগলকা-ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের ১৩৭ শতাংশ জমি ও ১৯টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করেছেন আদালত। এসবের মধ্যে ৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৫১৭টি শেয়ার রয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক আনোয়ার হোসেন এ আবেদন করেন। আদালতের দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে, গাজীপুর ও টঙ্গী সার্কেলে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী ও তার ভাই এম এ কাইয়্যুম হাওলাদারের নামে ১৩৭ দশমিক ২৮ শতাংশ জমি ও তার ওপর স্থাপিত স্থাপনা। অবরুদ্ধ হওয়া সম্পদের মধ্যে তার ছেলে আহমেদ তোফিকুর রহমান অর্নবের বসুন্ধরা এলাকায় তিনটা কার পার্কিং স্পেসসহ ৮ হাজার ৭০ স্কয়ার ফিট স্পেস। অস্থাবর সম্পত্তির মধ্যে মতিউর পরিবারের ১৯টা কোম্পানির ৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৫১৭টি শেয়ার।এর আগে গত ১১ জুলাই মতিউর পরিবারের চারটি ফ্ল্যাট ও ২ হাজার ৩৬৭ দশমিক ৭ শতাংশ জমি ক্রোক এবং ১১৬টি ব্যাংক হিসাবে থাকা ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা এবং ২৩টি শেয়ার বাজারের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। ক্রোকের আদেশ হওয়া চারটি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে ঢাকার মিরপুরের মাজার রোডের দ্বিতীয় কলোনির সেলটেক বীথিকা প্রকল্পের টাওয়ার-২ এর ১৩ তলায় ১ হাজার ৮১২ বর্গফুটের ৪টি ফ্ল্যাট।এ ছাড়াও সম্পত্তির মধ্যে ঢাকার সাভারে মতিউরের নামে ১২ দশমিক ৫৮ শতক, স্ত্রী লায়লা কানিজের নামে ১৪ দশমিক ৩ শতাংশ জমি, ময়মনসিংহের ভালুকায় ছেলে অর্নবের নামে ১০৪ দশমিক ৫ শতক, ভাই কাইয়ুমের নামে ৯৫৮ শতক, গাজীপুরে অপন ভুবন সুটিং স্পটে মতিউরের নিজ নামে এবং স্ত্রী লায়লা কানিজ, ছেলে অর্ণব, মেয়ে ফারজানা ওমনোয়ার হোসেন নামীয় ব্যক্তির নামে ৮৭৫ দশমিক ৯৫ শতক, নরসিংদীর শিবপুরে স্ত্রী লায়লা কানিজ নামের ৩৮ শতক, ছেলে অর্ণবের নামে ১২৫ দশমিক ১ শতক, মেয়ে ফারজানার নামে ৭২ শতক, নাটোর সিংড়ায় স্ত্রী লায়লা কানিজ ১৬৬ শতক জমি। গত ৪ জুলাই মতিউর রহমান ও তার পরিবারের চারটি ফ্ল্যাট ও এক হাজার ১৯ শতাংশ জমি দুদকের আবেদনে ক্রোকাদেশ দেন আদালত। ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে বরিশালের মূল্যাদি উপজেলায় মতিউরের নামে ১১৪ শতাংশ জমি, নরসিংদীর রায়পুরা উপজেলায় মরজাল ইউনিয়নের মরজাল মৌজায় তার স্ত্রী লায়লা কানিজের নামে ৫২২ দশমিক ৫২ শতাংশ জমি, তাদের ছেলে আহমেদ তৌফিক অর্ণবের নাম ২৭৫ দশমিক ৮৭৫ শতাংশ জমি, মেয়ে ফারহানা রহমান ইপ্সিতার নামে ১০৬ দশমিক ৫৬ শতাংশ জমি।চারটি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় একটি ফ্ল্যাট ও শাম্মী আখতার শিভলীর নামে জিগাতলায় একটি ও বসুন্ধরা আবাসিকে একটি এবং ফারহানা রহমান ঈপ্সিতার নামে বসুন্ধরা আবাসিকে একটি ফ্ল্যাট রয়েছে।