কিশোরগঞ্জে প্রেমিক বিষ খেয়ে প্রেমিকা ফাঁস দিয়ে আত্মহত্যা
প্রবাহ রিপোর্টঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মুরাদ মিয়া উরফে সাজন (২৪) ও নাজমা আক্তার (২২) নামের প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন। আজ রবিবার তারা নিজ নিজ বাড়িতে আত্মহত্যা করেন।প্রেমিক মুরাদ মিয়া উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়ার বাসিন্দা শামছু মিয়ার ছেলে এবং প্রেমিকা নাজমা আক্তার একই গ্রামের মুসলিম খানের মেয়ে ও অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজের ছাত্রী।স্থানীয়রা জানান, সাজন ও নাজমার মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে তাদের প্রেম শারীরিক সর্ম্পকে রূপ নিলে নাজমা দুই মাসের অন্তঃসত্ত্বা হন। বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার সামাজিকভাবে প্রেমিকা নাজমা আক্তারের পক্ষ থেকে প্রেমিক মুরাদ মিয়া উরফে সাজনকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় এবং শনিবার দিবাগত রাত দুইটায় নিজ বাড়িতে সাজন বিষপান করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে আজ রবিবার সকালে প্রেমিক মুরাদ মিয়া উরফে সাজনের আত্মহত্যার খবর শুনে প্রেমিকা নাজমা আক্তারও নিজ বাড়িতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রেমিক যুগলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।