মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড’র কমিটি গঠন ও আলোচনা সভা
সভাপতি- মনির শিকদার, সাধারণ সম্পাদক- মিজানুর রহমান
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড খানজাহান আলী থানা শাখার কমিটি গঠন ও জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই শনিবার বাদ এশা ফুলবাড়ীগেটস্থ পুরাতন টিটি কলেজ রোডে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসুচি গ্রহণের লক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আনিছুর রহমান। সুর্য সন্তান মনির শিকদারের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন্ আহবায়ক মিজানুর রহমান রুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় উপস্থিত সর্বস্মতিক্রমে সুর্য সন্তান মনির শিকদার সভাপতি এবং খানজাহান আলী থানার যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান রুপম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মানিক, সহ-সভাপতি শেখ ওমর ফারুক, আক্কাস আলী, মশিউর রহমান রুবেল ও আজিজুর রহমান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ আলম ও শফিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মোঃ আবু জাফর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ কাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোরাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মারুফুল ইসলাম টনি, দপ্তর সম্পাদক- রফিকুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মোঃ শাহিন, মহিলা বিষয়ক সম্পাদিকা সুরাইয়া সাথি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা- রেশমা রানী, এবং রবিউল ইসলাম রবি, আক্তার শিকদার, ইকবাল হোসেন, রেজাউল করিম, মোঃ লিমন, মোঃ মোরসালীন রানাকে কার্যনির্বাহী সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।