ফখরুলকে গাড়ি নিয়ে শৃঙ্খলা মেনে সমাবেশে যেতে বললেন ছাত্ররা

প্রবাহ রিপোর্ট : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে যাওয়ার পথে গতকাল বুধবার দুপুরে মির্জা ফখরুলের গাড়ি কাকরাইল মোড় থেকে দ্রুত সমাবেশস্থলের কাছাকাছি নিতে কিছু অনুসারী মহাসচিবের ব্যক্তিগত গাড়িটিকে রং সাইডে নেওয়ার চেষ্টা করেন। অতি উৎসাহী কেউ-কেউ আবার নিজেদের বাইকের হর্ন বাজাচ্ছিলেন। এরইমধ্যে মোড়ে ট্রাফিক শৃঙ্খলার কাজে থাকা দুজন ছাত্র আসেন গাড়ির কাছে। গাড়িতে মির্জা ফখরুলের সঙ্গে তখন ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলছিলেন, দুজন ছাত্র এসে মহাসচিবকে সালাম দেন। এরপর তারা বলেন, স্যার গাড়ি ট্রাফিক শৃঙ্খলা মেনে যাবে। আপনিও মেনে চলুন। জবাবে মির্জা ফখরুল বলেন, অবশ্যই, গাড়ি শৃঙ্খলা মেনেই যাবে। যদিও তীব্র যানজটের কারণে পরে রাজমনি সিনেমা হলের সামনে থেকে সহযাত্রীদের নিয়ে পায়ে হেঁটেই নয়া পল্টনের মঞ্চে পৌঁছান বিএনপি মহাসচিব। সমাবেশে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতা যখন আন্দোলন করেছিলেন, আমরা তাদের সমর্থন জানিয়েছিলাম। এরপর থেকে ফ্যাসিস্ট সরকার আমাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। কিন্তু সবকিছু পেরিয়ে বাংলার ছাত্র-জনতা বিজয় কেড়ে এনেছে। এই বিজয় ছাত্র-জনতা ও নেতাকর্মীদের।