জাতীয় সংবাদ

ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেপ্তারে ৭ দিনের আল্টিমেটাম

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে নির্বিচারে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে জেলা সচেতন নাগরিক কমিটি। গতকাল সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন বক্তারা। সচেতন নাগরিক কমিটি জেলা শাখার ব্যানারে এ আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে বৈষম্যবিরোধী আন্দোলনের চারজন শিক্ষার্থী মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২০০ ছাত্রজনতা। ঘটনার প্রায় ২ মাস পার হতে যাচ্ছে, কিন্তু ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই সালাহ উদ্দিন টিপুসহ খুনিরা এখনও গ্রেপ্তার হয়নি। আগামী সাত দিনের মধ্যে হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এতে ৪ আগস্টে গুলিতে আহত ও আন্দোলনের সমন্বায়করা বক্তব্য দেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন- আহমেদ ইসমাইল বন্ধন, ফরিদ উদ্দিন, সার্জেন্ট সাইফুল ইসলাম, আবদুর রহিম আসাদ, সরোয়ার হোসেন, মেহেদী হাসান আয়ান, এমএ আরিফ, আবদুল হামিদ ফারাবি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button