জাতীয় সংবাদ

সেপ্টেম্বরে ৩১ ধর্ষণসহ ১৮৬ নারী নির্যাতন

প্রবাহ রিপোর্ট : সেপ্টেম্বর মাসে ১৮৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ২১ জন কন্যাশিশুসহ ৩১ জন ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় সংগঠনটি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য নিয়ে গতকাল সোমবার এই পরিসংখ্যান তুলে ধরে মহিলা পরিষদ। সংগঠনটি জানায়, সেপ্টেম্বর মাসে ধর্ষণের শিকার ৩১ জনের মধ্যে মধ্যে ৫ জন কন্যাসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ৩ কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১ কন্যাশিশুসহ ৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ১১ জন কন্যাসহ ১২ জন। এর মধ্যে ৪ জন কন্যা উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ১ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৭ জন কন্যাসহ ২৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন, তারমধ্যে ১ জনের এসডিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ১ জন কন্যাসহ ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ২ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ১৬ জন। পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ২টি। ১ জন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। ৫ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৩ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও ২ জন কন্যার অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি। ১ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এ ছাড়া ৪ জন কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button