জাতীয় সংবাদ

৩৫ প্রত্যাশীদের বৈঠক হয়নি : আলোচনা আজ

প্রবাহ রিপোর্ট : জনপ্রশাসন সংস্কার কমিশনের উপদেষ্টা ড. আবদুল মুহিতের সঙ্গে সররকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের বৈঠকের কথা থাকলেও তা হয়নি। টিম গঠন করে আজ বুধবার আন্দোলনকারীদের আলোচনার জন্য ডাকা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরআগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাস ভবন যমুনার সামনে অবস্থানের পর জনপ্রশাসন সংস্কার উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের সচিবালয়ে গতকাল মঙ্গলবার আলোচনার জন্য সময়সূচির কথা জানানো হয়। এদিকে আলোচনা ব্যতীত প্রতিবেদন দিলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ৩৫ প্রত্যাশীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন তারা। আন্দোলনকারীরা বলেন, গতকাল (গত সোমবার) আমরা দুজন উপদেষ্ঠার সাথে আলোচনা করেছিলাম। আজকে (গতকাল মঙ্গলবার) জনপ্রশাসন সংস্কার কমিশনের উপদেষ্টা আবদুল মুহিতের সঙ্গে আমাদের আলোচনার কথা ছিল। তার সাথে যোগাযোগ করা হলে তিনি সচিবালয়ে নেই বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তারা একটা টিম গঠন করছে তারা নাকি আমাদের সাথে আলোচনা করবে। আগামীকাল (আজ বুধবার) আমাদের ৫-৭ জনকে সাথে নিয়ে আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন। তারা বলেন, ৭ দিনের মধ্যে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে একটি তদন্ত প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। আমাদের সাথে আলোচনা করে সেই প্রতিবেদন দেয়া হলে সেটা মানা হবে না।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button