জাতীয় সংবাদ

বিমানবন্দরের আশপাশে ‘নীরব এলাকা’ ঘোষণা

প্রবাহ রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে তিন কিলোমিটার ‘নীরব এলাকা’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুইঁয়া।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button